শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানে সব ধরনের প্রস্তুতি নির্দেশ

শিক্ষাবার্তা-প্রাথমিক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারের দেয়া চলমান ছুটি শেষ হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বাড়তির দিকে থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্টারগার্টেনের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।

এ সময়ের মধ্যে করোনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পাঠদান বন্ধ থাকবে।

পাশাপাশি শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।