বিডিনিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের দিন জাতীয় শোক দিবসেও খোলা রাখা হয়েছিল ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল।
সাধারণ ছুটির দিনে স্কুল খোলা রাখার বিষয়ে বক্তব্য মেলেনি স্কুল কর্তৃপক্ষ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের; এ বিষয়ে বক্তব্য দেওয়ার ‘কর্তৃপক্ষ’ হিসাবে একে অপরকে দেখিয়েছে তারা।
মঙ্গলবার সকাল ১১টার পর বারিধারায় জাতিসংঘ সড়কে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে গেলে ক্লাস চলছে বলে জানান সেখানকার নিরাপত্তাকর্মীরা।
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা মাসুম জানান, স্কুলটি ঢাকায় মার্কিন দূতাবাসই চালায়। এ বিষয়ে কোনো বক্তব্য দিলে সেটা দূতাবাস থেকে দেবে।
পরবর্তীতে ভিজিটিং কার্ড পাঠিয়ে স্কুলের মুখপাত্র কিংবা ইনফরমেশন ডেস্কের কারও সঙ্গে কথা বলতে চাইলেও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি।
স্কুল কর্তৃপক্ষের এমন বক্তব্যের পর দূতাবাসে যোগাযোগ করা হলে স্কুলের ‘সময়সূচির’ বিষয় স্কুল কর্তৃপক্ষই ঠিক করে বলে জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রেক্স মোসার।
তিনি বলেন, ‘এটা তাদের (স্কুল কর্তৃপক্ষ) একাডেমিক সূচি। এর পরিকল্পনা তারাই করে।’