ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টা আগেই ভারতের কোচ হওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। এবার কোহলিদের কোচ হওয়ার আগ্রহ দেখলেন টম মুডি। আইপিএল থেকে ছিটকে গিয়েছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ।রবিবার প্রাক্তন অস্ট্রেলীয় বোলার জানালেন, ভারতের কোচ হতে চান তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরে যাবেন রবি শাস্ত্রী। বোর্ডকে সেটা জানিয়েও দিয়েছেন। কয়েক দিন পরই কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে বিসিসিআই। কোচের দৌড়ে অনেকেরই নাম ভাসছে। তার মধ্যে ঢুকে পড়লেন মুডিও।
কোহলিদের কোচ হিসেবে যে ক্রাইটেরিয়া রেখেছে বোর্ড, তার সবটাই রয়েছে মুডির। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডারের। তাঁর কোচিংয়ে এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স। শ্রীলঙ্কার কোচ থাকায়, উপমহাদেশেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মুডির। ২০০৭ সালে তাঁর কোচিংয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা। সানরাইজার্সের আগে পাঞ্জাবের কোচ ছিলেন তিনি। তাই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্ক বেশ ভাল।
২০১৭ সালে কোচ নিযুক্ত করার সময় তালিকায় ছিল টম মুডির নাম। ইন্টারভিউও দিয়েছিলেন তিনি। কিন্তু স্বদেশী কোচকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি একটু অন্যরকম। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ কেউই ভারতের কোচ হতে আগ্রহী হয়। সেক্ষেত্রে কোনও বিদেশিকেই বিরাটদের কোচ হিসেবে দেখা যেতে পারে।