১১ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. গোলাম কবীর। এখন বিশ্ববিদ্যালয়টির আরও দুই কর্মকর্তার পদত্যাগ ও বহিস্কার দাবি করছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর রবিবার বিকেলে রেজিষ্ট্রার কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।
আরো পড়ুন: পদত্যাগ করলেন চবি উপাচার্য
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার শেখ হাসিনার নাম পরিবর্তন, শিক্ষক-শিক্ষার্থীদের দলভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, দুই মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাস চালুসহ ১১ দফা দাবি পূরণের নিশ্চয়তা দিতে ভিসিকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়।
ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর বলেন, ‘ইতিমধ্যে ৩০তম সিন্ডিকেট সভা ডেকে তাৎক্ষণিক পূরণযোগ্য দাবিগুলো পূরণ করা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় নির্বাহী আদেশ ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি এবং প্রয়োজনীয় সময় ছাড়া বাদবাকি দাবিগুলো এ মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। তাই বিশ^বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।’