জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন উপলক্ষে রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার বিষয়: রচনার জন্য ‘শেখ রাসেল আমার ভালোবাসা’ ও ফটোগ্রাফির জন্য ‘শিশু অধিকার’।
অংশগ্রহণকারীর লিখিত রচনা বাংলায় কম্পিউটার কম্পোজ করে ডক ও পিডিএফ ফাইল দুই ফরম্যাটেই পাঠাতে হবে। বাংলায় লিখিত রচনাটি ১০০০-১৫০০ শব্দের মধ্যে হতে হবে। আর ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর তোলা ছবি-ক্যাপশনসহ পাঠাতে হবে।
রচনা ও ফটোগ্রাফি পাঠানোর মেইলে অংশগ্রহণকারীর নাম, আইডি, ১ কপি ছবি, প্রোগ্রাম, সেশন ও ই-মেইল আইডি সংযুক্ত করে আগামী ১০ অক্টোবরের মধ্যে ইইউবি’র পাবলিক রিলেশন অফিসার রাশিদা স্বরলিপি বরাবর [email protected] এ পাঠাতে হবে।
নির্বাচিত ৫টি রচনা ও প্রতিটি ছবি ইউরোপিয়ান মিডিয়া লিমিটেডের স্বাধিকার টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।