শেখাতে গিয়ে মন্ত্রীর বানান ভুল!

৪আন্তর্জাতিক ডেস্ক : স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের শেখাতে গিয়ে নিজেই বানান ভুল করে বসেছেন ভারতের গুজরাট রাজ্যের নগর গৃহায়ন, পরিবহন ও স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী শংকর চৌধুরী। ব্ল্যাকবোর্ডে এলিফেন্ট অর্থাৎ হাতির বানান লেখার সময় ‘এ’র জায়গায় ‘ই’ বসিয়ে দিলেন মন্ত্রী।

সম্প্রতি দেসারের একটি সরকারি স্কুল পরিদর্শনে যান শংকর চৌধুরী। এসময় তিনি বোর্ডে লেখেন, ই-এল-ই-পি-এইচ-ই-এন-টি (এলিফেন্ট)। শব্দটির শেষ দিকে একটি ‘এ’-এর জায়গায় তিনি লেখেন ‘ই’। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রীর বানান ভুলের এই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

তবে ক্ষমতাসীন বিজেপির এই আইনপ্রণেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা একটি কৌশল। শিক্ষার্থীরা ভুল ধরতে পারছে কি না তিনি আসলে সেটাই জানতে চাচ্ছিলেন।

বিজেপিও তাদের মন্ত্রীর পক্ষে সাফাই গাইতে গিয়ে জানিয়েছে, শংকর চৌধুরী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে, কিছু কিছু ক্ষেত্রে বানান একভাবে লেখা থাকলেও উচ্চারণ ভিন্ন হতে পারে।

প্রসঙ্গত, এর আগে শংকর চৌধুরীর এমবিএ ডিগ্রি ভুয়া বলে অভিযোগ উঠেছিল। ২০১২ সালে গুজরাটের পার্লামেন্টে বসে আইপ্যাডে অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।