রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। আজ সোমবার ১৯ জুন থেকে শুরু করে ৪ জুলাই পর্যন্ত ১৬ দিন ক্যাম্পাস ছুটি থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি ২২ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেকৃবিতে শুরু হয়েছে আজ থেকে।
আরো পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়ল
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। এ সময় আবাসিক হলগুলো খোলা থাকার কথা জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসারে পবিত্র ঈদুল আজহার ছুটি ২২ জুন থেকে শুরু হওয়ার কথা হলেও তা শুরু হচ্ছে ১৯ জুন থেকে। এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ০৬-০৬-২০২৩ তারিখ গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি একত্রীকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,সকল ডিন,প্রক্টর এবং রেজিস্ট্রারের সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.অলোক কুমার পালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।