শুধুমাত্র বিশ্বাসযোগ্য খবরই ‘নিউজ ফিডে’ দেখাবে ফেসবুক

ডেস্ক,২০ জানুয়ারী: এবার থেকে বিশ্বাসযোগ্য খবর ‘বুস্ট’ (গ্রাহকদের কাছে নির্দিষ্ট খবর পৌঁছে দেয়া) করবে ফেসবুক। এ জন্য ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে জরিপ চালাবে ফেসবুক।
34bcfc568300b64ce13c0b040f8239c5
জরিপে গ্রাহকদের কাছে জানতে চাওয়া হবে তারা কোন সংবাদমাধ্যমের খবর বিশ্বাস করে। সে ফলাফল থেকেই নির্ধারণ করা হবে কোন সংবাদমাধ্যম বেশি নির্ভরযোগ্য। এরপর সেসব সংবাদমাধ্যমের খবরই বেশি বেশি ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, নিউজ ফিডে ৫ শতাংশের জায়গায় এখন থেকে ৪ শতাংশ খবর দেখাবে ফেসবুক। ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়ে দেয়া ও এটিকে নেতিবাচকভাবে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র : বিবিসি

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।