শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাইস্কুলের ১০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Narayanganj%202

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য দুদকের আলাদা টিম গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, ‘শুধুমাত্র জিপিএ-৫ পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। নিজের মেধাকে সৎ কাজে ব্যবহার করাটাই আসল শিক্ষা।’

Narayanganj%203

এ সময় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়তে নিজেদের মধ্যে শিক্ষার শক্ত ভীত গড়ে তোলার আহ্বান জানান তিনি। এর পাশাপাশি সন্তানরা কাদের সঙ্গে মিশছে এবং তারা ঠিকমতো স্কুল যাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এর আগে তিনি স্কুলের ডিজিটাল বোর্ড পরিদর্শন করেন।

Narayanganj%204

বিদ্যানিকেতন হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক ড. সামছুল আরেফিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।