নিজস্ব প্রতিবেদক,১০ ফেব্রুয়ারি, ২০২১
৩৮ তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে ৭৩৮ প্রার্থীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এসব প্রার্থীকে সরকারি কলেজ ও মাদরাসার প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের মধ্যে বাংলায় ৪৩ জন, ইংরেজিতে ৫৯ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৩৬ জন, দর্শনে ৩৭ জন, অর্থনীতিতে ৩৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, ইতিহাসের ২৬ জন, সমাজকল্যাণের ৮ জন, রসায়নের ২৩ জন, ইসলাম শিক্ষার ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৪১ জন,পদার্থবিজ্ঞানের ৪৫ জন, উদ্ভিদবিদ্যার ২৪ জন, সমাজবিজ্ঞনের ১১ জন, গণিতের ১২ জন, ভুগোলে ৫ জন, মৃত্তিকাবিজ্ঞানের ১ জন, হিসাববিজ্ঞানের ৪০ জন, ব্যবস্থাপনার ২৯ জন, মনোবিজ্ঞানের ৬ জন, কৃষিবিজ্ঞানের ৩ জন, পরিসংখ্যান ৫ জন, সংস্কৃত ২ জন, গার্হস্থ্য-অর্থনীতির ৫জন প্রভাষক পদে নিয়োগে পেয়েছেন।