নিজস্ব প্রতিবেদক, ১৪ অক্টোবর, ২০২১
মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো পরিদর্শনে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। করোনার প্রকোপ কমে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত পরিসরে ক্লাস চলছে। চলছে অনলাইনেও ক্লাস। এ পরিস্থিতিতে বিদ্যালয় পরিদর্শনে কর্মকর্তাদের জন্য নতুন তথ্য ছক প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন ছক অনুযায়ী স্কুল পরিদর্শণ কার্যক্রম পরিচালনা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) এ নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আরো খবরঃ বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর, পরীক্ষা তিন বিষয়ে
জানা গেছে, করোনার কারণে স্কুলগুলো বন্ধ থাকার সময় অনলাইনে শ্রেণি কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিবর্তিত পরিস্থিতে বিদ্যালয় সুপারভিশন তথ্যছক-‘ক’ অনুযায়ী বিদ্যালয় পরিদর্শন করেছেন মাঠপর্যায় শিক্ষা কর্মকর্তারা। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হওয়ায় নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল পরিদর্শনে নতুন এ তথ্য ছক করা হয়েছে।