মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. শেখ মো: ওয়াহিদুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মহাপরিচালক পদে নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। কাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগের প্রজ্ঞাপন দেয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তিনি ২০১৪ খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এই অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে ছিলেন।
বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের সিলেকশন গ্রেড প্রাপ্ত ও কর্মরত অধ্যাপকগণের জেষ্ঠ্যতা তালিকা অনুযায়ী তার নাম শেখ মো: ওয়াহিদুজ্জামান। জন্ম তারিখ ৭ জানুয়ারি ১৯৫৯ খ্রিস্টাব্দ। ১৯৭৩-এ প্রথম বিভাগে এসএসসি, ১৯৭৫-এ দ্বিতীয় বিভাগে এইচএসসি ১৯৭৮-এ ২য় বিভাগে স্নাতক ও ১৯৭৯ খ্রিস্টাব্দে স্নাতকোত্তরে ১ম বিভাগধারী। ১০ শতাংশ কোটায় ১৯৯৮ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর নিয়োগ পেয়ে ১৯৯৯ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি সহকারি অধ্যাপক পদে সরকারি কলেজের চাকুরিতে যোগদান করেন।
ওয়াহিদুজ্জামান মাউশির পরিচালক পদে এসেছেন দেড় বছরেরও বেশি। তার আগে মুন্সীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। তারও আগে ঢাকা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ণের এই কৃতি ছাত্র।