ডেস্ক,১৪ নভেম্বর ২০২২:
শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্যাডে যে নির্দেশনাটি শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন তা ভুয়া ও অসত্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা বলছেন, শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো একটি নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হলেও অধিদপ্তর থেকে এখনো এ বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশনার জন্য ড্রাফট করা হচ্ছে। তবে, কোন একজন শিক্ষক ওই ড্রাফটের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।
সোমবার বিকেলে অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকার রোববার সন্ধ্যা থেকে শিক্ষকদের ফেসবুকে ওই নির্দেশনাটি দেখা যাচ্ছে। ভুয়া নির্দেশনাটিতে তৃতীয় প্রান্তিকে পরীক্ষা নিয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমার নাম ভুয়া নির্দেশনায় ব্যবহার করা হলেও এতে কোনো স্বাক্ষর নেই।
নির্দেশনায় দেখা যায় তৃতীয় প্রান্তিক পরীক্ষায় বোর্ডে লিখে পরীক্ষা নিতে নির্দেশ দেয়া হয়। এ ধরনের আজগুবি নির্দেশনা দেখে শিক্ষকরা হতাশ হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, কর্মকর্তারা জানেন না কিভাবে ৬০ নম্বরের পরীক্ষা বোর্ডে লিখতে হবে। তাছারা শ্রেণিকক্ষে ২/৩ শ্রেণির পরীক্ষার্থীরা থাকবে। এরকম আজগুবি ড্রাফট কেন করবে তা নিয়েও হতাশ শিক্ষকরা।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ে জেলার নজরুল ইসলাম নামের এক শিক্ষক ওই নির্দেশনা ছড়িয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।
জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে বলেন, ওই নির্দেশনাটি ভুয়া। কেউ না বুঝে ছড়িয়েছে, আর শিক্ষকরাও শেয়ার করছেন। এখনো ওই নির্দেশনা আমরা দেইনি, ড্রাফট করছি মাত্র।
তিনি জানান, সপ্তাহে দুয়েক আগে গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিকে ৬০ নম্বরে মূল্যায়ন ও পাঁচটি শ্রেণি পরীক্ষা নেয়ার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিলো। ওই নির্দেশনা আমরা মাঠ পর্যায়ে পাঠিয়েছিলাম। তৃতীয় প্রান্তিকে কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করা হবে সে বিষয়ে আমরা নির্দেশনা দেবো। ওটার ড্রাফট করছি। কিন্তু কে বা কারা আগেই ভুয়া নির্দেশনাটি ছড়িয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে আমরা শিগগিরই নির্দেশনা দেবো। সেখানে মূল্যায়নে বিষয়ে বিস্তারিত বলা থাকবে। তিনি মাঠপর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।