ডেস্ক: উপাচার্য ভবন ভাংচুর নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলা তুলে নেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী কাব্য কৃত্তিকা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে করা এই মিথ্যা মামলা প্রত্যাহার না করে উপরন্তু তিনি নিজে এবং তার কিছু অনুগত শিক্ষকের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, নইলে শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে।”