শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সদাচরণ করে এবং নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনায় ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।
শনিবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত ওজুখানা ও শিক্ষক মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো সদাচরণ করে গড়ে তুলতে হবে।