শিক্ষার্থীদের খাবারে বিষ মিশিয়ে দিলেন কিন্ডারগার্টেন শিক্ষিকা

ডেস্ক

কিন্ডারগার্টেন স্কুলের কচিকচি নিষ্পাপ বাচ্চাদের খাবারে সবার অলক্ষ্যে ‘বিষ’ মিশিয়ে দিয়েছিলেন এক শিক্ষিকা। টিফিনে সেই খাবার খেয়ে ভয়ানক অসুস্থ হয়ে পড়ে ২৩ খুদে পড়ুয়া। ভরতি করতে হয় হাসপাতালে।

এক সপ্তাহ আগের সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার চীনের হেনান প্রদেশের এক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশের দাবি, অভিযুক্ত ওই শিক্ষিকা বাচ্চাদের টিফিনে সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দিয়েছিলেন। হত্যার চক্রান্ত-সহ একাধিক ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

কেন তিনি এমন একটা কাণ্ড ঘটালেন, তা এখনও পরিষ্কার নয়। জানা গিয়েছে, বিষক্রিয়ায় অসুস্থ ২৩ বাচ্চার মধ্যে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, আটটি বাচ্চা এখনও সেখানে চিকিত্‍‌সাধীন রয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।