বাণিজ্য মেলায় দেশি-বিদেশি কয়েকশ প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়ায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সৃষ্টি হয়েছে খণ্ডকালীন চাকরির সুযোগ।
ফলে এক মাসের কাজের জন্য সম্মানী হিসেবে ১৫ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা আয় করতে পারছেন তারা। এছাড়া সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতাসহ মেলার জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাকও দেওয়া হচ্ছে। কেউ চাইলে এই এক মাসের কাজের অভিজ্ঞতার সনদও দেওয়া হবে।
নিজেকে প্রমাণ করার জন্য এই অভিজ্ঞতা শিক্ষাজীবন শেষ করার পর কর্মজীবনে প্রবেশ করার আগে বড় একটি ভূমিকা রাখবে। কারণ মেলা চলাকালে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে পণ্য বিক্রি বা উপস্থাপন বড় একটি চ্যালেঞ্জ।
মেলায় ব্যাক চিকেনের দায়িত্বরত কর্মকর্তা তানিমুল আজাদ বলেন, অভিজ্ঞতা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাণিজ্য মেলায় এক মাসের খণ্ডকালীন চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণরাই আমাদের প্রথম পছন্দ। তবে বাড়তি যোগ্যতা হিসেবে কাজের প্রতি আগ্রহ, সহজ-সাবলীল উপস্থাপনা, সুন্দর বাচনভঙ্গি, ইংরেজিতে দক্ষতা, সুন্দর পোশাক-পরিচ্ছদ, যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষরাই এতে বেশি যোগ্য বলে বিবেচিত হয়।
মেলায় বেশ কয়েক বছর ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী লোকমান বিন আসাদের। তিনি জানান, মেলায় কাজ পেতে হলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই কাজের জন্য প্রতিষ্ঠানগুলো আলাদা কোনো বিজ্ঞাপন দেয় না। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই এই কাজগুলো পাওয়া যায়।
আর এখানে কাজ করার ফলে আমার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং আগামীতে এই অভিজ্ঞাকে কাজে লাগাতে পারব।