টাঙ্গাইল প্রতিনিধি : ২৬ এপ্রিল : শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন ও সমাবেশ করছে শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা নেতৃবৃন্দ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে এই প্রতীকী অনশন ও সমাবেশ করছে শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শামীম আল মামুন জুয়েল, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। দুপুরে এই প্রতীকী অনশন ভঙ্গ করান টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম।