ডেস্ক রিপোর্ট : সংসদে কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত গাওয়া হয় না, এটা কোথাও কোথাও হতে পারে। মাদ্রাসা, স্কুল কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক। এছাড়া যেসব মাদ্রাসায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয় বলে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে।
নুরুল ইসলাম নাহিত বলেন, মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও উন্নত করতে সব ধরনের সুযোগসুবিধা দেবে সরকার। ইসলামিক চিন্তাধারায় মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেছেন, নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কাজে জড়িতরা দেশ ও জাতির শক্র। এ কাজে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করেছে সেগুলোতে জরুরি ভিত্তিতে সংস্কার করার লক্ষ্যে জরিপপূর্বক প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। হাবিবুর রহমান মোল্লার লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্রেফ গুজব। সাজেশন থেকে প্রশ্ন কমন পড়ায় একটি মহল ফাঁসের গুজব ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে। তাছাড়া ফাঁসের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।