জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক মতাদর্শ বা অন্য কারণে শিক্ষক-কর্মচারীদের হয়রানি করা যাবেনা। একইসঙ্গে তাৎক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে আইন হাতে তুলে নিয়ে জনতার বিচার (মব জাস্টিস) করা যাবেনা বলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ‘কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংশ্লিষ্ট প্রমাণসহ অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার ঘটনা সামনে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্ব পাওয়ার পরপরই ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। শিক্ষকদের হেনস্তা ও পদত্যাগে বাধ্য করানোকে তিনি দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন।