জবি প্রতিনিধি: পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই মোতাবেক পরীক্ষার হলে শিক্ষক উত্তরপত্র নিয়ে উপস্থিত হলেও শিক্ষার্থীরা প্রবেশ না করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে।
আজ সোমবার সকালে ওই বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের একটি কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তারা একই বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আহমেদকে চাকরীচ্যুত করার প্রতিবাদে এই পরীক্ষা বর্জন করেছে। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করার খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে নাসির আহমেদকে স্বপদে বহালের দাবিতে মিছিল করে বিক্ষোভ করতে থাকে। এদিকে ইংরেজি বিভাগসহ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তাদের চলমান পরীক্ষা বর্জন করে কলা ভবন চত্বরে অবস্থান নিয়েছে। এ বিক্ষোভের ফলে কলা ভবনের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে