শিক্ষক নিবন্ধন সুপারিশ রিট জটিলতায়

Image

রিট জটিলতায় আটকে যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল। গতকাল রোববার পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান এমনটিই জানান।

দৈনিক শিক্ষা বার্তাকে তিনি বলেন, এটা নিয়ে অনেকগুলো মামলা হয়েছে। এখন সেগুলো নিষ্পত্তি করতে হবে। আদেশগুলো স্টে করার উদ্যোগ নিতে হবে।

এনটিআরসিএ সচিব আরো জানান, আইসিটির শিক্ষক যারা ৬ মাস মেয়াদি ডিপ্লোমাধারী আছেন তারা সুযোগ চাচ্ছেন। আইসিটি সনদধারীর পক্ষে হাইকোর্টের আদেশ এসেছে। তা ছাড়া সহকারী মৌলভী যারা আছেন এমপিও নীতিমালা অনুযায়ী যাদের যোগ্যতা নেই তাদের সিটগুলো সংরক্ষণ করতে বলছে। এরকম প্রায় ১০০ জনের মতো আছেন। এগুলো নিয়ে এখন কাজ চলছে।

এ প্রক্রিয়াগুলো শেষ না হলে সুপারিশ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ যে কাজগুলো ছিলো সেগুলো চলছে, ইনডেক্সধারীদের তথ্যও নিয়ে আসছে। অভ্যন্তরীণ কাজ যথাযথভাবে এগোচ্ছে বলেও জানান সচিব।

এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ঈদের আগেই হতে পারে বলে জানিয়েছিলো এনটিআরসিএ। প্রসঙ্গত, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। এবার প্রায় ৯৭ হাজার এমপিওভুক্ত শিক্ষক পদে আবেদন করেছেন ২৩ হাজার ৯৩২ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।