বরিশালের আগৈলঝাড়ায় মালা রানী অধিকারী নামে এক নারীকে মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষক না হয়েও প্রশিক্ষণে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ইউএনও ফারিয়া তানজিনের। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মালা রানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত ১৭ ডিসেম্বর থেকে উপজেলার বিএইচপি একাডেমির হলরুমে শিক্ষকদের নতুন কারিকুলামের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।সাত দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪২টি বিদ্যালয়ের ৪৬০ জন শিক্ষক।
আরো পড়ুন: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ১৫ ফেব্রুয়ারি
জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মন্টু লাল বাড়ৈ ভাতার টাকার জন্য স্ত্রী মালা রানীকে প্রশিক্ষণ কর্মসূচিতে তালিকাভুক্ত করেন। এজন্য রাজিহার ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতির কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মালা রানীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইউএনওর নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়েছে।