শিক্ষক ও অভিভাবকের প্রতি মহাপরিচালকের খোলা চিঠি

প্রিয় শিক্ষার্থী, সন্মানিত শিক্ষক ও অভিভাবক,

করোনা ভাইরাসে আতংকিত নয়, প্রতিরোধ করবো।
এর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানবো এবং অপরকে জানাবো।

বারবার সাবান দিয়ে হাত ধুবো। প্রতিবার কমপক্ষে বিশ সেকেন্ড করে। হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করবো না ।

এখন স্কুল বন্ধ। স্কুল বন্ধ থাকলেও আমরা রুটিন করে
পড়ালেখা করবো। পাশাপাশি মা-বাবাকে কাজে সাহায্য করবো। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবোনা। কোন সমাবেশে যোগ দিবো না।

আমরা শিশু ও শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখবো, বেশী বেশী যত্ন নিবো।

সতর্কতার মাধ্যমে আমি নিজেকে, আমার পরিবারকে,
সমাজকে এবং জাতিকে সুরক্ষিত রাখবো।

সর্দি-কাশি-জ্বর হলে বা লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে পরামর্শ করবো।

আপনাদেরই
মো. ফসিউল্লাহ্
মহাপরিচালক,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।