ঝিনাইদহ প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর:
ঝিনাইদহে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নজরুল ইসলাম (৫২) নামে ঐ স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সাগান্না প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্বশুরবাড়ি সরোজগঞ্জ বাজার এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও একই গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।
আরো খবর: এইচএসসি ফরম পূরণের কোন বিভাগে কত ফি!
জানা গেছে, গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে প্রধানশিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে সকল শিক্ষকদের সাথে দেখা ও শিক্ষার্থীদের পাঠদান করান। বিদ্যালয় ছুটি হয়ে গেলে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যে যার মতো করে বাড়িতে চলে যায়। কিন্তু প্রধানশিক্ষক বাড়িতে না গিয়ে বিদ্যালয়ে অবস্থান করে। বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী আসমা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।এরপর ওই দিন (সোমবার) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নং (৬০১)। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া আমরা এখন কিছুই বলতে পারব না।
গতকাল মঙ্গলবার প্রতিকুল আবহাওয়ার মধ্যে শিক্ষার্থী উপস্থিতি কম ছিল। সহকারী শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের গ্রীলে তালাবদ্ধ দেখতে পান। চাবি না থাকায় তারা ফিরে আসতে বাধ্য হন।
তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা সিন্ধান্ত নেন বুধবার মিস্ত্রি এনে শ্রেণিকক্ষটি খোলা হবে। সিদ্ধান্ত অনুযায়ী তালা ভেঙ্গে প্রবেশ করে শ্রেণিকক্ষে ফ্যানের হুকের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রধানশিক্ষকের ঝুলন্ত মৃতদেহ দেখা যায়।
নজরুল ইসলাম তিন কন্যার জনক। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।