শিক্ষকদের সতর্ক করে মাউশির জরুরি বিজ্ঞপ্তি

মাধ্যমিক-শিক্ষা

ডেস্ক,১২ এপ্রিল ২০২৩: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল-কলেজের শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যাক্তিকে না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার মাউশির প্রশিক্ষণ-৪ শাখার সহকারি পরিচালক ড. নীহার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: স্কুল-কলেজ শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা প্রতিবছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে। এ সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে করে নগদ/বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

সম্প্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীর নিকট হতে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চায়। এ ধরনের কাজের সাথে মাউশি অধিদপ্তর জড়িত নয় এবং প্রশিক্ষণের সম্মানী প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর ব্যাংক নম্বর/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/বিকাশ/নগদ একাউন্ট সংক্রান্ত কোন তথ্য অপরিচিত কোন ব্যক্তিকে প্রদান না করার জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।