৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা আগমী ৩ জুনের মধ্যে পাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বুধবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান শিক্ষাবার্তাকে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে। আগামী ৩ জুনের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলে জানান তিনি।