শনিবার চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আপনার দোরগোড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলায় আত্মীয়, বন্ধু-পরিজনসহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন; প্রিয়জনকে বই উপহার দিন।’ এ আহ্বান জানিয়ে শনিবার চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে চারদিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা। ইতিমধ্যেই চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার দেলোয়ার হোসেন জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমাণ বইমেলা। এ বই মেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই। থাকবে দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থসহ সবধরনের বই।

তিনি আরো জানান, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্প আয়োজিত এ মেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।