সংবাদ সংস্থা, ২৮ অfগস্ট, ২০১৭:
• জেলে পৌঁছলেন বিচারক জগদীপ সিংহ।
• দুপুর পৌনে দুটো নাগাদ কপ্টারে জেলে প্রবেশ করলেন দু’পক্ষের আইনজীবীরা। আর কিছু ক্ষণের মধ্যেই সাজা ঘোষণা হতে চলেছে।
• জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
• জেলের দিকে যে সমস্ত রাস্তা গিয়েছে, তার সব ক’টাই আটকে দেওয়া হয়েছে।
• রোহতকের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে এক বার সতর্ক করা হবে, না শুনলেই গুলি।
• হরিয়ানা ঘেঁষা পঞ্জাব এবং গাজিয়াবাদ ও নয়ডাতেও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
• হরিয়ানার সমস্ত স্কুল, কলেজ বন্ধ।
• দুপুর আড়াইটে নাগাদ সাজা ঘোষণা করবেন বিচারক।
• দুপুর ২টো নাগাদ রোহতকের জেলে আসবেন বিচারক।
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে রোহতকের সুনারিয়ার জেলে বন্দি ডেরা সচ্চা সৌদার প্রধান, গুরমিত রাম রহিম সিংহ। সোমবার দুপুরের মধ্যেই তাঁর শাস্তির মেয়াদ শোনাবেন বিচারক। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। রায় বের হতেই ডেরা সমর্থকদের লাগামছাড়া তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের। ডেরা সমর্থকদের না ঠেকাতে পারায় আঙুল উঠেছে প্রশাসনের দিকে। সে দিনের কথা মাথায় রেখে আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নিরাপত্তার স্বার্থে জেলের মধ্যেই উড়িয়ে নিয়ে আসা হচ্ছে বিচারক-সহ গোটা আদালত। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রোহতক। সিবিআইয়ের বিশেষ আদালতের সেই বিচারক জগদীপ সিংহকে ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হাঙ্গামা ঠেকাতে ইতিমধ্যেই আটক করা হয়েছে প্রায় হাজার জনকে। ডেরার সদর দফতর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার ভক্তকে। জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ কোম্পানি আধা সামরিক বাহিনী।