রোকেয়া হলের ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

Image

কোটাবিরোধী বিক্ষোভে অংশ না নিলেও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে রোকেয়া হলে অবস্থান নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে হল গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের মারধরের শিকার হন বলে অভিযোগ করেন নারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো মিছিলে যাই নি। হলগেটে দাঁড়িয়েছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উদ্দেশ্যে ইটপাটকেল ও লাঠি ছুড়ে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে তারা। আমরা কি হলগেটে দাঁড়িয়ে থাকতে পারবো না? আমাদের ওপর কেন হামলা করা হলো? আমরা হামলার জবাব চাই।

এ সময় শিক্ষার্থীরা হলের ভেতরে অবস্থান নিয়ে ‘বোনের ওপর হামলা কেন, জবাব চাই, দিতে হবে’, ‘নারী শিক্ষার্থীদের ওপর হামলা কেন, জবাব চাই, দিতে হবে’, —ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।