রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কী ভাবছে সরকার

Image

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি বক্তব্যে দেশজুড়ে তোলপাড় হয়েছে। তার পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। পদ থেকে সরে যেতে তাকে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে কথা বলেন তিনি।

আরো পড়ুন: পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল যা বলেছেন, সেটার সঙ্গে সরকার একমত পোষণ করে।

রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা নিয়ে প্রশ্ন তুলে গতকাল সোমবার আসিফ নজরুল বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) এই পদে থাকার যোগ্যতা আছে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে সরানোর কোনো উদ্যোগ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’

আগামীতে রাষ্ট্রপতিকে সরানোর চিন্তা রয়েছে কি না—এমন প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ভবিষ্যতেরটা ভবিষ্যৎ বলে দেবে।’

অন্তর্বর্তী সরকারের দুই মাসের বেশি সময় চলে যাওয়ার পর গত রবিবার নতুন বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই।

রাষ্ট্রপতির এমন বক্তব্যে গতকাল ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে রাষ্ট্রপতির কার্যালয়। শেখ হাসিনার পদত্যাগের মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা। বঙ্গভবনের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হবে। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।