রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ২

Image

রাবি প্রতিনিধি,১১ মার্চ ২০২৩: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিনোদপুরের এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: স্বাধীনতার চেতনায় উজ্জীবিত পাবিপ্রবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, শনিবার বিকেলে বিনোদপুর বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় । এ বিষয়ে কথা বলার জন্য সন্ধ্যা ৬ টার দিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হলে স্থানীয়রা তার ওপর চড়াও হন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা চলছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। ’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।