শিক্ষাবার্তা.কম,রাবি,১৪ নভেম্বর:: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্থগিতকৃত ২০১৩-১৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে ভর্তি পরীক্ষার উপ-কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনসার উদ্দিন শিক্ষাবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১০ থেকে ১৪ নভেম্বর রাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা থাকলেও হরতালের কারণে ওই সময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তবে পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সকল তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার রাবির ৪৭টি বিভাগে ৮টি অনুষদের অধীনে মোট এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।