রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এইচ’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।
রাবি প্রতিনিধি,২ নবেম্বর: বৃহস্পতিবার দুপুরে অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন-উর-রশীদ খন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গত ২৪ অক্টোবর তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষদে ২৭২টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এক হাজার ৪২১ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। মেধাক্রম অনুযায়ী ২০ ও ২১ নভেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে বিষয় নির্বাচন ফরম পূরণ করতে হবে।
সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষামান তালিকা আগামী ২৬ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।