রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৬.৩৩ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘চ’ ইউনিটে এক হাজার ৫৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিলেন। সেখানে মাত্র এক হাজার ৪ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৬৩.৬৭ শতাংশ।
রাবির জনসংযোগ দপ্তর প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ও মমতাজ উদ্দিন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।