রাবিতে ডীনস্ এ্যাওয়ার্ড প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:13 গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান অনুষদের দুইজন শিক্ষককে ‘ডীনস্ এ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় অনুষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন গণিত বিভাগের প্রফেসর গৌর চন্দ্র পাল এবং রসায়ন বিভাগের প্রফেসর হাসান আহমদকে এই পুরস্কারে ভূষিত করেন।

বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ফার্মেসী বিভাগের শিক্ষক ড. তারান্নুম নাজ ও গণিত বিভাগের শিক্ষকক এ.এইচ.এম রাশেদুন্নবীর সঞ্চালণায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ডীনস্ এ্যাওয়ার্ড ২০১৫’ সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য প্রফেসর মো. আসাবুল হক। সেখানে এ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষকবৃন্দ ছাড়াও রসায়ন বিভাগের প্রফেসর মো. নজরুল ইসলামও বক্তব্য রাখেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।