নিজস্ব প্রতিবেদক,২৫ এপ্রিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই। আমি নিজেও ভালো এবং শুদ্ধভাবে পড়ার জন্য ২০১১ সালে মন্ত্রী থাকা অবস্থায় কোরআন শিক্ষা গ্রহণ করেছি।
তিনি বলেন, বর্তমান সরকার সুশিক্ষিত নাগরিক গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই প্রাথমিক শিক্ষকদের অনেক গুরু দায়িত্ব রয়েছে। দায়িত্ব নিয়েই তাদের কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণশিক্ষামন্ত্রী।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, চট্টগ্রামের ডিডি রাশেদা বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় কক্সবাজারের কয়েকশ প্রাইমারি শিক্ষক উপস্থিত ছিলেন।