শাহীন মজুমদার পাভেল,পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সহ সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় গত ১৩ আগষ্ট ২০২৪ এ।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ০৩ নভেম্বর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে গণসংযোগ চালায় ছাত্রদল।
এরই পরিপ্রেক্ষিতে গত ০৪ নভেম্বর কর্মসূচি পালনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য,প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা।
এর উপর ভিত্তি করে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা দপ্তরের সমন্বয়ে আজ ০৬ নভেম্বর (বুধবার) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সহ সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের ব্যানার লাগান প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা দপ্তরের সংশ্লিষ্টরা।
প্রক্টর ড. মো.তানভীর হায়দার বলেন:”বিশ্ববিদ্যালয় এর আগেই রিজেন্ট বোর্ডের মাধ্যমে ছাত্র রাজনীতি সহ সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন।কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি নামে-বেনামে বেশকিছু সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
এতে করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি লঙ্ঘিত হচ্ছে। অতপর সতর্কতার জন্য আমরা পুনরায় জানাচ্ছি যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সহ সকল ধরনের রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।এই লক্ষ্যে সচেতনতা সৃষ্টির জন্য আমরা ব্যানারগুলো দিচ্ছি। যাতে করে সংশ্লিষ্ট সকল শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।