পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ রমযান মাস উপলক্ষে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী সাহরি ও ইফতারের খরচ জোগাতে অসমর্থ হলে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের কাউকে ব্যাপারটি অবহিত করলে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ সেসব শিক্ষার্থীর পরিচয় গোপন রেখে তাদের সহায়তা করবেন।
আজ ২৪ শে মার্চ (শুক্রবার) হতে শুরু হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বরকতময় রমযান মাস। রমযান মাসে পাবিপ্রবির বিভিন্ন বিভাগগুলোতে ক্লাস এবং পরীক্ষা চলমান রয়েছে। ফলস্বরূপ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের হল অথবা বাইরের মেসে অবস্থান করতে হচ্ছে। তবে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রার মানে বিরূপ প্রভাব পরছে। নিজেদের খাবার ও শিক্ষাউপকরণের খরচ মেটাতে তারা রীতিমতো হিমসীম খাচ্ছে। এরূপ অবস্থায় ছাত্রলীগের এরূপ উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
এ উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাও আছেন যারা রমযানে ক্লাস ও পরীক্ষা চলার কারণে পরিবারের সাথে থাকতে পারছেনা। এমন অনেক শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় রমযানে নিজেদের ব্যয়ের খরচ জোগাতে পারছেনা। দেখা যায় তারা নিজেদের সমস্যার কথা সরাসরি কাউকে জানাতেও লজ্জাবোধ করে থাকে। এসকল শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে তাদের পাশে থাকার উদ্দেশ্যেই আমরা এ উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ সকল সময় শিক্ষার্থীদের পাশে থেকে সংকটে- সংগ্রামে -মানবিকতায় সকল সময় কাজ করে যায়।
বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যায় বলে মন্তব্য করেছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল্লাহ।
তিনি আরো বলেন, করোনায় মৃতদের লাশ দাফন, হ্যালো ছাত্রলীগ সেবা, জয় বাংলা অক্সিজেন সেবা, বঙ্গমাতা অক্সিজেন সেবা, করোনাকালে অসহায় মানুষের প্রতিদিনের খাদ্য সহায়তায় দিয়েছে ছাত্রলীগ, কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়া, হ্যালো ছাত্রলীগ অ্যাম্বুলেন্স, সেই ধারাবাহিকতায় সেহেরী ও ইফতার নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং রোজাদারের পাশে থাকার চেষ্টা করবো আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
”আমরা এ ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে আরও বেশি কাজ করে যাব, সর্বদা দেশের মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।”জয় বাংলা জয় বঙ্গবন্ধু”। পাবিপ্রবি শাখা ছাত্রলীগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।