রংপুর প্রতিনিধি: বন্যার কারণে রংপুর বিভাগের আট জেলার এক হাজার ৩১টি সরকারি স্কুল ঘোষণা করা হয়েছে।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী এ কথা জানান।
সন্ধ্যায় তিনি বলেন, “বন্যার পানিতে বিদ্যালয় মাঠ তলিয়ে যাওয়া এবং আশ্রয় কেন্দ্র খোলার কারণে এসব বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।”
“এরমধ্যে সবচেয়ে বেশি বিদ্যালয় বন্ধ করা হয়েছে কুড়িগ্রামে। এ জেলায় ৪৪১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুরে। এখানে বন্ধ বিদ্যালয়ের সংখ্যা ৩০৫টি। ”
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানান মাহবুব এলাহী।
শনিবার থেকে রোববার পর্যন্ত অবিরাম বর্ষণ ও উজানের ঢলে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।