রংপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাক, উত্তেজনা

Image

রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা।

আয়োজকেরা এক সপ্তাহ ধরে এই ফুটবল খেলার বিষয়ে মাইকিং করে এলাকাবাসীকে জানাচ্ছেন। কিন্তু আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ খেলা বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে মাইকিং করে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন। এ নিয়ে খেলার আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খেলার আয়োজকেরা জানান, এই খেলায় কারও কোনো আপত্তি নেই। খেলার আয়োজনের সব প্রস্তুতি শেষ। বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা। খেলোয়াড়েরা চলে এসেছেন। হঠাৎ ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধ রাখার ঘোষণা দেন।

বেলা দেড়টায় বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, খেলার সব প্রস্তুতি শেষ। মাঠ সাজানো হয়েছে। খেলা দেখার জন্য দর্শকেরা বাজারে ঘুরছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে খেলা বন্ধে মাইকিং করতে দেখা যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, ‘যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তা ছাড়া এটি তো আন্তর্জাতিক পর্যায়ের খেলা না। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। মিছিলের আয়োজন করা হচ্ছে। খেলা হতে দেওয়া হবে না।’

খেলার আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী না বুঝে খেলা বন্ধের ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে খেলোয়াড়রা এসেছে। মাঠ সাজানো হয়েছে। খেলা অনুষ্ঠিত হবে।

ইউএনও রুবেল রানা বলেন, দুই পক্ষে নিয়ে বসা হয়েছে। আলোচনা চলছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত আছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।