নিজস্ব প্রতিবেদক,২০ ফেব্রুয়ারী ঃ যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এদিকে শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম প্রামাণিক। গতকাল রোববার ভুক্তভোগী একই বিভাগের ছাত্রী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তথ্য-প্রামাণের ভিত্তিতে আজ (সোমবার) এ ব্যবস্থা নেয়া হলো।