ঢাকা: জনপ্রশাসনের ১৯৩ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করেছে সরকার।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এর মাধ্যমে বর্তমান সরকারের মেয়াদে পঞ্চম দফায় বড় ধরনের পদোন্নতি পেলেন জনপ্রশাসনের কর্মকর্তারা। গত ১১ ডিসেম্বর প্রশাসনের ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিছুদিনের মধ্যে উপসচিব পদেও পদোন্নতি আসছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, যুগ্ম-সচিবের স্থায়ী পদ আছে ৪৩০টি। নতুন এই পদোন্নতির পর বর্তমানে জনপ্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়ালো ৮৪২ জনে।