বৃহস্পতিবার চার মাত্রার হারিকেন ইডা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আঘাত হানে। হারিকেনের প্রভাবে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৭.১৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়। এছাড়া নিউ জার্সির নিউয়ার্কে ওই দিন ৮.৪১ ইঞ্চি বৃষ্টিপাত হয়।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ইডার প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ এ পৌঁছেছে। এদের অধিকাংশই গাড়ির ভেতরে কিংবা ভূগর্ভস্থ কক্ষে ছিলেন। দ্রুত বন্যার পানি ঢুকে পড়ায় সেখানেই তাদের মৃত্যু হয়। খবর-সিএনএন।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিউ জার্সি কর্তৃপক্ষ মৃতের সংখ্যা অন্তত ২৩ বলে জানিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে মারা গেছে ১৩ জন।
নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জানিয়েছেন, মারা যাওয়ার অধিকাংশই গাড়ির ভেতরে ছিলেন। বন্যার পানির তোড়ে তাদের গাড়ি ভেসে গিয়েছিল।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।