মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করবেন যেভাবে

Image

আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো কিভাবে পুনরায় ফিরে পাবেন তা দেখুন :

Step-1: DiskDigger Photo Recovery এপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন।

Step-2: Start Basic Photo Scan এ ক্লিক করুন।আপনার ডিলেট হওয়া ফটোগুলো পর্যায়ক্রমে Recovery হওয়ার মাধ্যমে আসতে থাকবে।

Step-3: স্কিনে আসা ফটোগুলো থেকে যে ফটো টা আপনি পেতে চান সেই ফটোর বামপাশে টিক চিহ্ন (✓) দিন।

Step-4: ডান পাশের নিচে ডাউনলোড চিহ্নিত Recover অপশনে ক্লিক করুন।

Step-5: এখন আপনার রিকভার করা ফটোটি যেখানে ইচ্ছা নিতে পারেন। যেমন: আপনার ইমেইল কিংবা গুগল ড্রাইভে ফটোটি নিতে পারেন।
অথবা Save the files to a custom location on your device অপশনে ক্লিক করে ফটোটি রাখতে পারেন।

Step-6: Save the files to a custom location on your device এ ক্লিক করলে নিচে Allow access to Downloads এ ক্লিক করুন।

Step-7: Allow এ ক্লিক করলে আপনার কাজটি সম্পন্ন হয়েছে।

∆∆ ফটো রিকভারি হওয়ার পর আপনি আপনার ফটোটি কোথায় খুঁজে পাবেন তা দেখুন: Setting>Storage>Internal Shared Storage> Files.

✓✓✓ Save File এ আপনার ফটো গুলো সেইভ না করে ইমেইলে সেইভ করলে সহজেই আপনার আকাঙ্ক্ষিত ফটো গুলো পেয়ে যাবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।