মেডিক্যাল কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

medicalমেডিক্যাল কোচিং সেন্টার বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম। আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ ফোরাম রিপোর্টাস এর সঙ্গে মেডিক্যাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন।

আগামী ৭ অক্টোবর চলতি বছরের মেডিক্যাল ভর্তি পরীক্ষা হওয়ার কথা।

মেডিক্যাল কোচিং সেন্টার বিশেষ করে জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার বন্ধ হবে কিনা- প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘রেটিনার বিরুদ্ধে আগেও আমার কাছে অভিযোগ এসেছে। জামায়াত পরিচালিত রেটিনা সেন্টারকে আমি বন্ধ করতে চাই। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘রেটিনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। কোচিং সেন্টারের নামে যারা জালিয়াতি করে তাদের বন্ধ করা হবে। একইসঙ্গে মেডিক্যাল কোচিং রাখা হবে না সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।