ডেস্ক,১১ মার্চ ২০২৩: সরকারি ও বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বুয়েটের সিএসই বিভাগের সহায়তায় প্রস্তুত করা হবে ফল। এই পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে আগামী রোববার (১২ মার্চ)। কোনো কারণে ওই দিন ফলাফল ঘোষণা করা না হলে তা পরদিন সোমবার (১৩ মার্চ) প্রকাশ করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মো. জামাল।
আরো পড়ুন:মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী
উল্লেখ্য, দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।