মেটা ট্যাগ (Meta Tag) কি এবং কিভাবে ব্যবহার করবেন ?

স্বরুপ দাস: মেটা ট্যাগ হল একধরনের HTMLকোড। যার মাধ্যমে আপনার ব্লগ কি সম্পর্কেতা সার্চ ইঞ্জিন ও ভিসিটর জানতে পারে।মেটা ট্যাগে অনেকগুলা বিষয় জড়িত থাকেযেমনঃ- ব্লগের বিবরন, ব্লগের কি ওয়ার্ড,ব্লগের মালিকের নাম, robots ইত্যাদি। meta tag এর সাহায্যে গুগল সহঅন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটরকিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটরকে আপনার সাইটে পাঠিয়ে দিবে।

কিভাবে মেটা ট্যাগ তৈরি করবেন?

<meta content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন” name=”description”/>

<meta content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন ” name=”keywords”/>

<meta content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন ” name=”author”/>

অথবা,

<meta name=”description” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন” />

<meta name=”keywords” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন” />

<meta name=”author” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন” />

মনে রাখবেন মেটা ট্যাগ এ আপনি কখনও বড় হাতের লেখা ব্যবহার করবেন না, সবসময় ছোট হাতের লেখা ব্যাবহার করবেন।

অারো জানতে এখানে ক্লিক করুন

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।