ক্রীড়া ডেস্ক:বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজ তার সাবেক গুরু রণদেব বসুকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ফোন করেছিলেন। রণদেবের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ভারতের একটি পত্রিকা।
পত্রিকাটি লিখেছে, ‘যখন প্রশিক্ষণ দিয়েছিলেন তখন তাঁর মনে হয়েছিল সম্ভাবনা রয়েছে ছেলেটির। কিন্তু ভাবেননি এত তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়ে উঠবেন লাজুক, মুখচোরা ছাত্রটি। উল্টোদিকে ছাত্রটিও ভুলে যাননি তাঁর শিক্ষককে। ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে চূড়ান্ত সফল হওয়ার পরে একবার সাবেক গুরুকে ফোন করেছিলেন ঢাকা থেকে। কিন্তু সেবার ফোনে পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের পর আবার ‘স্যর’কে ফোন করেন মুস্তাফিজুর। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের।’
ছাত্রের ফোন পেয়ে আপ্লুত রণদেব বলেন, ‘খুব ভাল লেগেছে মুস্তাফিজুর আমাকে মনে করে ফোন করেছে। ভুলে যায়নি। সত্যি খুব ভাল বোলিং করছে। দেখবেন অনেক দূর যাবে। ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। গ্রাম্য একটি পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটে এতটা সফল হওয়া চাট্টিখানি কথা নয়।’