মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ ২ বছর বাড়লো

ডেস্ক,২৪ ডিসেম্বর:
আরও দুই বছরের জন‌্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ড. আহমদ কায়কাউস। তার অবসরোত্তর ছুটিসহ (পিআরএল) সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে একই পদে আরও দুই বছরের জন‌্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কায়কাউসের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার পিআরএল মঞ্জুর করে আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।